ডোম-ইনো বিল্ডার্স লিঃ 🔴 সফলতার ১৭ বছর! 🏆

আবাস ছাড়া মানুষের চলে না, তাই আবাসন ঐতিহাসিকভাবে সব দেশের মানুষের একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। 

অপর দিকে বাংলাদেশের শহরবাসীদের সিংহভাগ রাজধানী ঢাকা কেন্দ্রিক। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ষষ্ঠ বৃহৎ জনগোষ্ঠীর নগরীতে রূপান্তরিত হবে ঢাকা, যা ২০১০ সালে ছিল ১১তম এবং তারও কুড়ি বছর আগে ১৯৯০ সালে ছিল ২৪তম।

দ্রুত নগরায়ণ ও বিদ্যমান আবাসন পরিস্থিতির ওপর বাড়তি চাপ নিরসনের লক্ষ্যে মাত্র তিনটি আবাসিক প্রকল্প নিয়ে, ২০০২ সালে যাত্রা শুরু করে আবাসন নির্মাণ প্রতিষ্ঠান 'ডোম-ইনো বির্ল্ডাস লিঃ' এবং একই বছরে আবাসন মালিকদের সংগঠন 'রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অফ বাংলাদেশ' (রিহ্যাব) এর সদস্য পদ লাভ করে (মেম্বারশিপ নংঃ ১৩৯/২০০২)। 

নান্দনিক আর্কিটেকচারাল ডিজাইন, কোয়ালিটি ওয়ার্কম্যানশীপ, এবং উন্নত ক্রেতাসেবার মাধ্যমে, মাত্র তিন বছরের মধ্যে DOM-INNO দেশের অন্যতম প্রধান আবাসন নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে আবাসন শিল্পে জায়গা করে নিতে সক্ষম হয়। এর ধারাবাহিকতায় বিগত সতের বছরে রাজধানীর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় ডোম-ইনো নিজেদের প্রকল্প নির্মাণ করতে সক্ষম হয়েছে, এবং আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প মিলিয়ে, বহুতল ভবন সহ মোট ২০৩ টি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে প্রায় ৩৫০০ জন ক্রেতাকে (ল্যান্ড ও ফ্ল্যাট ওনার মিলিয়ে) সন্তোষজনকভাবে আবাসন সেবা প্রদান করতে সক্ষম হয়েছে।

বর্তমানে কমার্শিয়াল ও আবাসিক মিলিয়ে ডোম-ইনো'র মোট ৭০ টি অনগোয়িং এবং ৫৫ টি আপকামিং প্রজেক্ট রয়েছে। 

সুদীর্ঘ এই পথ পাড়ি দিতে গিয়ে ডোম-ইনো'কে পেরোতে হয়েছে অসংখ্য চড়াই-উৎরাই আবার কখনো বা সম্মুখীন হতে হয়েছে অনাকাঙ্খিত প্রতিবন্ধকতার। 

তথাপি আমাদের সম্মানিত ক্রেতা ও শুভানুধ্যায়ীদের নিরন্তর সহযোগিতায়, সমস্ত প্রতিবন্ধকতা আর বৈরীতাকে দৃঢ় হাতে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে DOM-INNO এবং অব্যাহতভাবে অবদান রেখে চলেছে আবাসন শিল্পে।

কোয়ালিটি নির্মাণ ও উন্নত ক্রেতা সেবার মাধ্যমে সন্তুষ্ট ক্রেতা সৃষ্টিই আমাদের একমাত্র লক্ষ্য।

17 years success history
Published:

17 years success history

Published:

Creative Fields